প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৩
মতলবে যৌথবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আওলাদ (৪৪), বোরহান (৪৯) ও রাসেল (২৮)-এর কাছ থেকে ২২ পিস ইয়াবা, ১টি ছুরি, ৩টি গ্যাস লাইট, ১টি গাঁজা সেবনকারী ফিল্টার ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আইনী ব্যবস্থাগ্রহণের জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।