রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২১:৫২

মতলব দক্ষিণে নিজের জায়গায় কাজ করতে প্রতিপক্ষের বাধা ও হামলা

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে নিজের জায়গায় কাজ করতে প্রতিপক্ষের বাধা ও হামলা

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামে নিজেদের জায়গায় কাজ করতে গেলে প্রতিপক্ষরা বাধার সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতিপক্ষ ইউনুস প্রধানের ছেলে আবুল কালাম প্রধান, কামাল প্রধান ও আজাদ প্রধান গংয়ের হামলায় মৃত ফজলুর রহমান প্রধানের ছেলে জিসান আহমেদ (৩৩) গুরুতর আহত হয়েছেন। তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান আহত জিসান। ২৬ জুলাই শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় পুটিয়া প্রধানীয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাদের বাড়িতে জিসান আহমেদের জেঠির খরিদকৃত ১২ শতাংশ জায়গা নিয়ে মৃত ইউনুস প্রধানের ছেলেদের মধ্যে বিরোধ চলছিলো। ওই জায়গা নিয়ে আদালতে মামলাও করা হয়েছিল। মামলার রায় হয় ফিরোজা বেগমের পক্ষে। জিসান আহমেদ বলেন, আদালতের রায় পাওয়ার পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয়ের জায়গার সীমানা নির্ধারণ করা হয়। তাদের ওই জায়গায় একটি টিনের বেড়াও দেয়া হয়। সে জায়গায় বিল্ডিং করার জন্যে বাড়িতে কাজ করতে রডসহ অন্যান্য মালামাল নেয়া হয়। শনিবার সকালে তাদের নিজের জায়গায় রড কাটার কাজ করছিলো লেবার। এ সময় হঠাৎ আবুল কালাম, আজাদ, কামাল ও তার ছেলে সোহাগসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে প্রথমে একটি টিনের বেড়া ভেঙ্গে তছনছ করে ফেলে। তখন বাধা দিতে গেলে জিসানের উপর অতর্কিত হামলা করে। চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত জখম অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ ঘটনার বিষয়ে জানতে প্রতিপক্ষদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, মারামারির বিষয়ে দু পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়