রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২১:৩৯

কচুয়ায় বিএনপির প্রতিবাদ ও গণমিছিলে হামলা।। আহত ১৫

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় বিএনপির প্রতিবাদ ও গণমিছিলে হামলা।। আহত ১৫

কচুয়ায় বিএনপির প্রতিবাদ ও গণমিছিলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকেলে রহিমানগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। গুরুতর আহত ৫ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তিকৃতরা হলো : গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর ইসলাম শুভ, ছাত্রদলের আহ্বায়ক এমদাদ উল হক লিমন, নাঈম রাজ ও ফয়সাল হোসেন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। সমাবেশ শেষে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মনজুর আহমদ সেলিমকে সাথে নিয়ে গণমিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি রহিমানগর উত্তর বাজার থেকে শুরু হয়ে দক্ষিণ বাজার বিসমিল্লাহ হোটেলের কাছাকাছি গেলে একদল দুর্বৃত্ত মিছিলের ওপর হামলা করে। এ হামলার প্রতিবাদে রহিমানগর উত্তর বাজারে পুনরায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম বলেন, এসব সমাবেশ ও মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজন করা হয়। সুতরাং যারা হামলা করেছে তারা বিএনপির কেউ হতে পারে না। তারা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর। আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হামলার ঘটনাটি অবহিত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়