সোমবার, ১১ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১৬:০৮

ফরিদগঞ্জে ইজিবাইক চালকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে ইজিবাইক চালকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফরিদগঞ্জ উপজেলা সদরে ৮ নভেম্বর সোমবার সকালে ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্সা চালকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ৫ দফা দাবীতে এই কর্মসূচী পালন করা হয়েছে।

২য় শ্রেণীর ফরিদঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ইজিবাইক, বাট্যারী চালিত রিক্সা নিবন্ধনের জন্য প্রতি বছরের জন্য ১৪ হাজার ৪শ টাকা নির্ধারণ করে। নিবন্ধনের নামে এ টাকা অযৌক্তিক ও অস্বাভাবিক দাবী করে এর প্রতিবাদে ব্যাাটারী চালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিশোদের উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচীতে শতশত চালক ও শ্রমিকরা অংশ গ্রহণ করেছে।

উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চাঁদপুর জেলার আহ্বায়ক কমরেড শাহাজান তালুকদার, উপজেলা শাখার আহ্বাায়ক কমরেড হারুনুর রশিদ সহ সংগ্রাম পরিষদের নের্তৃবৃন্দ ।

কর্মসূচীতে সকাল থেকে শ্রমিকরা প্রথমে থানার সামনে জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়