রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২০:০৫

রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিবারের দাবি হত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেল তিনটার সময় বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত বিপ্লব দাস ( ৪৫ ) একই এলাকার প্রাণ বল্লবের বাড়ির মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।

নিহত বিপ্লব দাসের বড় ভাই জানান, বিপ্লব এলাকায় পান বিক্রয় ও কৃষি কাজ করতেন। কারো সাথে কোনো ঝামেলায় জড়াতেন না। তবে বৃহস্পতিবার রাত ৮টা হতে সে বাড়ি ফেরেনি।

নিহত বিপ্লব দাসের ভাতিজা বাগান হতে বাঁশ কাটতে গিয়ে শুক্রবার দুপুরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, বিপ্লব দাস বিয়ে করেনি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার জেঠাতো ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিলো। সে কারণেও হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে দাবি করেন পরিবার।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, শুক্রবার দুপুরে ঘটনাটি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছেন। হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত শেষে বিষয়টি সঠিকভাবে জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়