শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২০:২০

তরপুরচণ্ডীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
তরপুরচণ্ডীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেটের ডিলার পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নূরজাহান বেগমের উপস্থিতিতে বস্তাপ্রতি নির্ধারিত ওজনে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। চাল বিতরণকালে ট্যাগ অফিসার নূরজাহান বেগম বলেন, সঠিক ওজনে এবং নিয়ম মেনে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী সশরীরে উপস্থিত থেকে চাল গ্রহণ করছেন। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাল বিতরণ নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে জানতে চাইলে তরপুরচণ্ডী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইয়ুব আলী খন্দকার বলেন, একটি কুচক্রীমহল আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। পূর্বে আমরা কাসেমবাজার থেকে চাল বিতরণ করতাম, কিন্তু যাতায়াত ও পরিবহন সমস্যার কারণে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নতুন দোকান ভাড়া নিয়েছি। দোকানটির সংস্কার কাজ শেষ না হলেও নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম শুরু করতে হয়। তাই সাময়িকভাবে পাশের অফিসে চাল সংরক্ষণ করা হয়েছিল। এটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি অপপ্রচারকারীদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও জানান, তরপুরচণ্ডী ইউনিয়নের মোট ৪২৮ জন কার্ডধারী প্রতিজন ৩০ কেজি করে চাল পাচ্ছেন। আমরা নিয়ম মেনে সবার মাঝে চাল বিতরণ করছি। চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক ও মনিটরিং অফিসার আশিক পাঠান। সঠিক নিয়মে পরিচালিত এ কার্যক্রমে উপকারভোগীদের সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়