সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১:৩৪

কচুয়ায় ট্রলিচাপায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

অনলাইন ডেস্ক

কচুয়ায় ট্রলির চাপায় চৈতি রানী দাস (৭) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে দিকে সাচার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৈতি রানী দাস সাচার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত চৈতী সাচার ইউনিয়নের নয়ন চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয়রা জানায়, চৈতী প্রতিদিনের মতো বাড়ির কাছাকাছি রাস্তার পাশের একটি দোকান থেকে চিপস কিনতে গিয়েছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিচালক ইসমাইল মিয়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চৈতীর স্বজনরা জানান, প্রতিদিনের মতোই সে স্কুল থেকে ফিরে চিপস কিনতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে যায়। চৈতীর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফ ম শাহজাহানকে ঘটনাস্থল পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়। সূত্র : দেশ টিভি অনলাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়