প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:৩৩
রায়পুরে বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করলো মাদকাসক্ত যুবক

লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তায় চলাচলে বাধা দেয়ার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক। বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের মালেগো এলাকায় এ ঘটনা ঘটেছে।
|আরো খবর
স্থানীয়রা আহত বৃদ্ধা রিনা বেগম (৫৫) কে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। তিনি একই এলাকার কৃষক আজগর আলীর স্ত্রী। অভিযুক্ত জিসান হোসেন (২৫) একই এলাকার ইউসুফ আলীর ছেলে। জিসান পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানাযায়, বাড়ির সামনে সরকারি রাস্তা নিজেদের দাবি করে বাড়ির লোকদের চলাচলের বাধার সৃষ্টি করে বাঁশের বেড়া দিয়েছে জিসান। এতে প্রতিবাদ করায় রিনা বেগমকে দেশীয় অস্ত্র (দামা) দিয়ে কুপিয়ে দু হাতের কবজি ও মাথাসহ শরীরে বিভিন্ন অংশে জখম করেছে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে জিসান পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রিনা বেগমকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়। গুরুতর আহত রিনা বেগমকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া আক্তার মিতু বলেন, আহত বৃদ্ধা রিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, উত্তর রায়পুর গ্রামে বৃদ্ধা রিনা বেগমের উপর হামলার বিষয় শুনেছি। আগে চিকিৎসা দিতে বলা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।