প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৮
দোকানের বকেয়া পরিশোধ না করে উল্টো প্রবাসী কর্তৃক হয়রানি
পালিশারা বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

।পুরো বাজারের বহু দোকানে বাকি খেয়ে কোনো বকেয়া পরিশোধ না করে উল্টো ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অভিযুক্ত মো. ইয়াছিন (৪০) নামের এই প্রবাসী হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা গ্রামের কামিজ উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।
|আরো খবর
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সংবাদ সম্মেলনটি করেন একই ইউনিয়নের পালিশারা বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীগণ এবং ব্যবসায়ী সমিতি।
হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে পালিশারা মধ্য বাজারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পালিশারা গ্রামের কামিজ উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা মো. ইয়াছিন প্রবাসে থাকলেও কয়েক মাস পর পর তিনি দেশে আসেন। এসেই তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে মালামাল ক্রয় করেন। পরবর্তীতে তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি পাওনাদার ব্যবসায়ীদের হুমকি-ধমকি দেন ও ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি পাওনা টাকা চাইতে গিয়ে তার হামলা ও মারধরের শিকার হয়েছেন একাধিক ব্যবসায়ী। ইয়াছিনের এমন কর্মকাণ্ডে অনেক ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে আমার কাছে অভিযোগ দেন। পরবর্তীতে আমি তাকে (ইয়াছিন) জিজ্ঞাসা করলে সে আমার সাথেও উচ্ছৃঙ্খল ও মারমুখী আচরণ করে এবং আমাকে হুমকি-ধমকির পাশাপাশি আমার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ দেয়। তার ভয়ে ও অত্যাচারে পালিশারা বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
বেশ ক'জন পাওনাদারের নাম উল্লেখ করে মো. নূরুল ইসলাম বলেন, এরা সবাই এ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। সেলুন থেকে শুরু করে ফার্মেসী--এমন কোনো ধরনের ব্যবসায়ী নেই যে তার কাছে টাকা পাবে না। সে নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রয় করে এলাকার কিশোর ও যুব সমাজকে ধ্বংস করে আসছে। তার জুলুম ও অত্যাচার থেকে বাঁচতে চান পালিশারা বাজারের ব্যবসায়ীরা। তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ একাধিক পাওনাদার ও ব্যবসায়ী।
হারুন অর রশিদ উল্লেখিত সকল অভিযোগের সাথে একমত পোষণ করে ইয়াছিনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা হাত তুলে ও মুখে প্রকাশ করে ইয়াছিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানান। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি : চাঁদপুর কণ্ঠ।