সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

খেলাধুলার মাধ্যমে চাঁদপুরের হারানো ঐতিহ্য ফিরে আসবে

উদ্বোধনী খেলায় মতলব দক্ষিণকে হারিয়ে ফরিদগঞ্জের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক।।
খেলাধুলার মাধ্যমে চাঁদপুরের হারানো ঐতিহ্য ফিরে আসবে

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। এ ম্যাচে মতলব দক্ষিণের সাথে ২-১ গোলে জয়লাভ করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টের উদ্বোধনকালে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা চাঁদপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এ টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আগামীতেও বড়ো আয়োজনের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করবো ।

তিনি আরো বলেন, আমরা মনে করি এই টুর্নামেন্ট হচ্ছে এ জেলার যে সমস্ত ক্লাব রয়েছে তাদের টুর্নামেন্ট। যারা এ টুর্নামেন্টে খেলবে তারাই ওই ক্লাবগুলোর হয়ে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করে । ক্লাবগুলো খেলোয়াড়দেরকে নার্সিং করে সুন্দরভাবে। আমরা নিয়মিতভাবেই বিভিন্ন ইভেন্টের খেলাগুলো আয়োজন করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

চাঁদপুুরর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্ল্যা সলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা ক্রীড়া অফিসার আফাজউদ্দিন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা

টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুরের ৮ উপজেলা কে দুটি গ্রুপে ভাগ করা হয়। ক গ্রুপে শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং খ গ্রুপে চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়