মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১

রামগঞ্জ থানা রোডের খাদেম সু ও চৌধুরী হার্ডওয়ারে দুর্ধর্ষ চুরি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জ থানা রোডের খাদেম সু ও চৌধুরী হার্ডওয়ারে দুর্ধর্ষ চুরি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার থানা রোডের খাদেম সু ফ্যাশন ও চৌধুরী হার্ডওয়ারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে মুখোশ পরিহিত দুজন চোর প্রথমে চৌধুরী হার্ডওয়ারের পেছনের টিনের দরজা ভেঙ্গে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা ও পরে পার্শ্ববর্তী খাদেম সু ফ্যাশনের ওয়াল ভেঙ্গে নগদ ১লাখ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাদেম সু ফ্যাশনের মালিক গোলাম মর্তুজা মামুন জানান, চৌধুরী হার্ডওয়ার থেকে দুজন চোর মাঝখানের দেয়াল ভেঙ্গে তার দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে দোকানের বিভিন্ন স্থানে রক্ষিত নগদ ১লাখ ১০হাজার টাকা নিয়ে যায়। যা তিনি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন। দুজন চোর মুখোশ পরিহিত থাকায় তাদেরকে চেনা যায়নি।

রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারীসহ বাজারের অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়