সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

কচুয়ায় সড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় সড়কের দুপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কচুয়ায় সড়কের দু পাশে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ‌। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রীজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের দু পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্যে কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেয়া হয়েছিলো। কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। কচুয়াবাসীর দীর্ঘদিনের আশা ও প্রত্যাশা ছিলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়া বিশ্বরোড এলাকাটি যাতায়াতের অন্যতম

মাধ্যম। সড়কের দু পাশে অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো । কচুয়াবাসীর স্বপ্ন ছিলো সড়কটির পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করা। এ অভিযান অব্যাহত থাকবে, আমরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো‌।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ, হাজীগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়া বিশ্বরোডে সড়কের দু পাশের উচ্ছেদ অভিযান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়