রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

বালিথুবায় ইউপি সদস্য এমরান সর্দারের বিরুদ্ধে নানা অভিযোগ

সোহাঈদ খান জিয়া।।
বালিথুবায় ইউপি সদস্য এমরান সর্দারের বিরুদ্ধে নানা অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এমরান সর্দারের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ইউপি সদস্য এমরান সর্দার নিজের খেয়াল খুশি মতো

হতদরিদ্রের জন্যে আসা বিভিন্ন কার্ড অর্থের বিনিময়ে দিয়ে থাকেন। এমনকি অর্থশালী সুন্দরী নারীদেরকেও কার্ড দেন। যেসব ভোটারের অর্থ আছে, কিন্তু

তার পক্ষে সরাসরি কাজ করেছে, তাদেরকে কার্ড দিয়ে সরকারি সুযোগ সুবিধা নেয়ার জন্যে সহায়তা করেন।

স্বামী নেই ও অসহায় অনেক বয়স্ক নারী সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না। অসহায় হয়ে খেয়ে না খেয়ে দিন কাটালেও সেসব নারীকে সরকারি কোনো সুযোগ সুবিধা দিতে এগিয়ে আসেননি এই ইউপি সদস্য। নিজের স্বার্থ যেখানে আছে সেখানে কার্ড দিয়ে থাকেন।

ইউপি সদস্য এমরান সর্দার এক নারীর চাল নিয়ে যাওয়ার সময় ওই নারী তাকে হেনস্তা করে । প্রায় মাস দুয়েক আগে এই ইউপি সদস্য দেইচর গ্রামের এক নারীকে রাতের বেলা কু প্রস্তাব দিতে গিয়ে ধরা পড়ে সেখান থেকে মাফ চেয়ে আসেন। এছাড়া তার বিরুদ্ধে নারীদেরকে বাজে কথা বলাসহ কুপ্রস্তাব দেয়ার কথা শোনা যায়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক'জন বলেন, এমরান মেম্বার খারাপ লোক। সে নারী লোভী। যাদের টাকা আছে তারা সরকারি বিভিন্ন কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অনেক সুন্দরী নারী আছে, তাদের অর্থ থাকা সত্ত্বেও তাদেরকে কার্ড দিয়ে থাকেন। যে সব ভোটার তার পক্ষে কাজ করেছে, যাদের টাকা পয়সা আছে, মেম্বার তাদেরকে কার্ড দিয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য এমরান সর্দার বলেন, এসবের প্রতি আমার কোনো লোভ নেই। এমনকি আমি জড়িতও নই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়