বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

কচুয়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওলামা সম্মেলন

আলমগীর তালুকদার ॥
কচুয়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের  ওলামা সম্মেলন
কচুয়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ওলামা সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।

কচুয়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে উপজেলা ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) পৌরসভার বিশ্বরোডে অবস্থিত তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জাতীয় ওলামা আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাসুদুর রহমান ইব্রাহিমীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনছার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশ্রাফী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ওমর ফারুক ইব্রাহিমী, খেলাফত মজলিসের প্রার্থী কাজী আসাদুল্লাহ, উজানী মাদ্রাসার মুহাদ্দিস তাওহিদুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শাহজালাল ইব্রাহিমী, বাংলাদেশ ইসলামী আন্দোলন কচুয়া শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. ইমান হোসাইন জহির, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও মিরপুর মাজহারুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শিব্বির আহমেদ।

বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়েত ইসলামী, হেফাজত ইসলামের কচুয়ায় একজন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। আলোচনা শেষে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান মুফতি ওমর ফারুক ইব্রাহিমী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়