প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:১৪
বিষ্ণুপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই
--------------আজম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজম খান বলেছেন, অনাগত প্রজন্মের আগামীর বাসযোগ্য বাংলাদেশ গড়ার মূল সনদই হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছি। এ দলের আমি একজন সামান্য কর্মী। আমি নেতা নই, আমি নেতা হতে চাই না। আপনারা সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এ ভালোবাসার কারণে আপনাদের একজন হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
|আরো খবর
বিএনপির কেন্দ্রীয় নেতা আজম খান শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দুপুর থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৩১ দফার লিফলেট বিতরণ, বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, স্থানীয় নেতা-কর্মীদের আয়োজনে আয়োজিত কয়েকটি পথসভা করেন।
তিনি বলেন, আমরা আশা করছি বর্তমান সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের আয়োজন করবে। যদি কোনো কারণে নির্বাচন পেছানোর চেষ্টা করা হয় তাহলে বিএনপি তা মেনে নেবে না। বিএনপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি বিএনপির একজন কর্মী, আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এ দলে একই পদের একাধিক প্রার্থী রয়েছে। তাই নেতৃত্বের প্রশ্নে আমাদের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। সকলকে মনে রাখতে হবে, সকলে বিএনপির কর্মী, আমাদের রাজনৈতিক পরিচয় আমরা বিএনপির রাজনীতি করি। অতএব দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকে ধানের শীষের প্রতীক নিয়ে পাঠাবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো। এ বিষয়ে কোনো আপস নেই।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান মানিক, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা ও জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ খান জিতু, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক ইমদাদুল হক মিলন, সাবেক ছাত্রনেতা সুকুমার রায়সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজম খান এ ইউনিয়নের হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপস্থিত হওয়ার সাথে সাথে সাধারণ জনগণের উপস্থিতি এবং নারীদের উপস্থিতি সকলের নজর কাড়ে। এ সময় তাঁকে ফুলের মালা এবং ফুলের তোড়া দিয়ে সাধারণ জনগণ বরণ করে নেন।