প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:৪৭
কোস্ট গার্ডের গণশুনানি

চাঁদপুরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানির আয়োজন করেছে কোস্ট গার্ড।
|আরো খবর
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে নাগরিকদের অভিযোগ ও মতামত গ্রহণ করতে গণশুনানির আয়োজন করা হয়। এতে
এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, জলদস্যু দমন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনগণ ও জেলেদের কাছ থেকে অভিযোগ ও মতামত গ্রহণ করে তাদের অভিযোগ ও সমস্যার প্রেক্ষিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলেদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।