বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২১:১১

বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী গুরুতর অসুস্থ

ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন

সেলিম রেজা ॥
বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী গুরুতর অসুস্থ

মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারীকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১০ আগস্ট ২০২৫) থেকে তিনি খেতে পারছিলেন না। এভাবে ক'দিন বাসায় ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। এর মধ্যে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাঁকে তাৎক্ষণিক আইউসিতে স্থানান্তর করা হয়। এর মধ্যে তাঁর প্রেসার ওঠানামা করে ডায়াবেটিস বেড়ে যায়, কিডনিতে সমস্যা দেখা দেয়। এর মধ্যে তাঁকে নাক দিয়ে নলের সাহায্যে খাওয়ানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাঁর হাতে ক্যানুলার সাহায্যে ইনজেকশন পুশ করা এবং স্যালাইন দেয়া যাচ্ছিলো না। পরে উরুর মধ্যে রগের সাহায্যে ইনজেকশন পুশ করার মাধ্যমে চিকিৎসা চলছিলো।

এভাবে অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা থেকে আইসিইউ অ্যাম্বুলেন্স আনা হয়। পরে রাত ১টায় চাঁদপুর থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্দেশে আইসিইউ অ্যাম্বুলেন্স ছেড়ে যায়। ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিক আইসিইউতে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কিডনি ডায়ালাইসিস করা হয়। বর্তমানে তাঁর অবস্থা এতোই খারাপ যে, তিনি কাউকে চিনতে বা কথা বলতে পারছে না। গত বুধবার (২০ আগস্ট) তাঁর সহধর্মিণী দিলরুবা চৌধুরী আমেরিকা থেকে টাকা এসে পৌঁছে তাঁর স্বামীর চিকিৎসার খোঁজ-খবর নেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়