রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০:৩৫

জীবনযুদ্ধে বেঁচে থাকতে চায় ক্যান্সার আক্রান্ত আ. রহিম

মিজানুর রহমান রানা।।
জীবনযুদ্ধে বেঁচে থাকতে চায় ক্যান্সার আক্রান্ত আ. রহিম

আবদুর রহিম, পিতা মৃত খলিলুর রহমান। পেশায় একজন টেইলার। মানুষ হিসেবে সৎ, এলাকায় জনপ্রিয়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার বালুর মাঠে তার প্রতিষ্ঠান। নিউ বৃষ্টি টেইলার্স নামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ২০০৫ সাল থেকে তিনি গড়ে তুলেছেন। ক’জন কর্মচারীর কর্মসংস্থান হয়েছে।

স্ত্রী আসমা আক্তার ও তিন ছেলে নিয়ে ভালোই চলছিলো সংসার। কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার দেহে বাসা বেঁধেছে কঠিন এক রোগ- কর্কট রোগ। যাকে ক্যানসার বলা হয়।

এ রোগে আক্রান্ত হয়ে টাকা খরচ করতে করতে ধীরে ধীরে তিনি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন। প্রতিষ্ঠানেও কাজকর্ম কমে যায়। অর্থের অভাবে বড়ই সমস্যায় পড়েন। এ সময় তিনি বিভিন্ন ব্যাংক থেকে চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা উত্তোলন করে চিকিৎসার কাজ চালিয়ে যান।

রহিম জানান, আমি রোগে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে চিকিৎসা কাজ চালিয়ে যেতে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। বর্তমানে এই ঋণের জন্য আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়েছি। যার জন্য আমি অনেক চিন্তিত। আল্লাহ আমাকে ও আমার পরিবারকে রোগ ও ঋণ থেকে মুক্তি দানের ব্যবস্থা করে দিন। যাতে আমি আমার পরিবারকে দেখাশোনা ও ভরণ পোষণ করে তাদেরকে ভালো রাখতে পারি।

এছাড়া তিনি বলেন, আমি এখন অনেক অসহায়। অর্থের অভাবে চিকিৎসার কাজ চালিয়ে যেতে পারছি না। সমাজের বিত্তবান মানুষের কাছে অনুরোধ আমাকে সুস্থতার জন্য আপনারা এগিয়ে আসুন, তাতে আমার পরিবার পরিজন হাসিমুখে থাকবে, আল্লাহ আপনাদেরকে বিপদ থেকে ভালো রাখবেন। আমার বিকাশ নাম্বার : ০১৮৪৩৯৮০৮১৬।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়