রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭:০৬

মহামায়ার সমর দত্তের পরলোকগমন

পলাশ দে।।
মহামায়ার  সমর দত্তের পরলোকগমন
সমর দত্তের জীবদ্দশার ছবি।

চাঁদপুর সদর উপজেলার মাহামায়া বাজারস্থ মাহামায়া দত্ত বাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, ঔষধ ব্যবসায়ী, সমাজসেবক সমর দত্ত (৬০) পরলোকগমন করেছেন।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) দিবাগত রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ সমর দত্তের বুকের ব্যথা উঠে। তাৎক্ষণিক তাঁকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাবুরহাট পৌঁছলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমর দত্তের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে মহামায়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁকে এক নজর দেখার জন্যে তাঁর বাড়িতে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কাছের ও দূরের আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ভিড় করে এবং শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, বড়ো ভাই ও বোন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সমর দত্তের শেষকৃত্য শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে তাঁর নিজ বাড়ির পারিবারিক মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।

জীবদ্দশায় সমর দত্তের ধর্মপ্রাণ, মহৎ মনের মানুষ ও সমাজসেবক হিসেবে সুনাম ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়