বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২১:০৩

নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে

-------বিএনপি নেতা ব্যারিস্টার কামাল উদ্দিন

নিজস্ব প্রতিনিধি।।
নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে
বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো.কামাল উদ্দিন।

শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশে জেলা বিএনপির সদস্য ব্যরিস্টার কামাল উদ্দিন বলেছেন, নির্বাচন বানচাল করার জন্যে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি, তারা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিলো বৈষম্য যেনো না থাকে। আমাদের নেতা তারেক রহমান বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে একটি সুন্দর রাষ্ট্র গঠন করা হবে। বক্তব্যের শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার দোয়াভাঙ্গা থেকে জেলা বিএনপির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে এই বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুর বাজার, কালীবাড়ি হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন বেপারী, বিএনপি নেতা সেলিম পাটোয়ারী, সৈয়দ আহমেদ দুলাল, বিএনপি নেতা আবু তাহের, সাবেক ছাত্র নেতা আমান উল্লাহ বাচ্চু, পৌর যুবদলের সভাপতি সিএম লিটন, যুগ্ম সম্পাদক আমির হোসেন, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা শাহদাত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়