প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:৩০
২৫ বছর ধরে স্কিন সিরোসিসে আক্রান্ত ফারুকের সাহায্যের আবেদন

প্রায় ২৫ বছর ধরে জটিল স্কিন সিরোসিস রোগে ভুগছেন চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার যুবক ফারুক আহমেদ। এক সময় ছিলেন সিঙ্গাপুরে। সেখানে প্রবাসী হিসেবে ভালোই চলছিলো কাজকর্ম। কিন্তু প্রবাস জীবনে থাকাবস্থায়ই অসুস্থ হয়ে পড়লে সিঙ্গাপুর ছেড়ে চলে আসেন দেশে। পরবর্তীতে স্কিন সিরোসিস ডিজিজের চিকিৎসা চলে দেশের বিভিন্ন হাসপাতালে। কিন্তু রোগ ছেড়ে যায়নি তাকে। দীর্ঘ প্রায় দু যুগ চিকিৎসা করাতেই উপার্জনের সব টাকা, জমিজমা খুইয়ে এখন অনেকটাই নিঃস্ব। এখনো সুস্থ হয়ে বাঁচার আশা থেকে আর্থিক সহযোগিতার জন্যে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। সরকারি অনুদান চেয়ে সমাজসেবা অফিসে আবেদন করলেও সহায়তা পাননি।
হতাশ হয়ে ফারুক আহমেদ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) চাঁদপুর প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে বলেন, আমি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। সেখানে থাকাবস্থায় দুরারোগ্য স্কিন ডিজিজ সিরোসিস রোগে আক্রান্ত হই। এরপর ২০০৭ সালে আমি সিঙ্গাপুর থেকে দেশে চলে আসি। এই দুরারোগ্য রোগের কারণে আমি আর বিয়ে করতে পারি নি। ২০ বছর এই ব্যয়বহুল চিকিৎসার পেছনে আমার ও পরিবারের অনেক অর্থ ব্যয় হয়। বর্তমানে আমি চিকিৎসা খরচ বহন করতে পারছি না। পিতা-মাতা মারা যাওয়ায় বর্তমানে আমি অবহেলিত। প্রতিদিন নিজের খাবার যোগাতে অনেক কষ্ট হয়। আমি দেশ বিদেশে থাকা ভাই- বোনদের কাছে সাহায্যের আবেদন করছি। যোগাযোগ-০১৮১৫-৫৫৯৪৪৭। ঠিকানা : মো. ফারুক আহমেদ (৪৫), পিতা-মৃত ইব্রাহিম খলিল, সাং-রহমতপুর কলোনী, বাসা নং-১৪৯, চাঁদপুর পৌরসভা।