প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১৩:৪৮
জাতীয় সমাবেশ সফল করতে ঢাকার রাজপথে চাঁদপুর জেলা জামায়াতের বিশাল মিছিল ও যোগদান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বেলা দুটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
|আরো খবর
ঢাকার ঐতিহাসিক এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী দলে দলে যোগ দিয়েছেন সমাবেশে। ১৯ জুলাই ২০২৫ (শনিবার) ফজর নামাজ শেষে চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর জেলা শাখার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ৪টি লঞ্চযোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়। এ ছাড়া বহু বাস, মিনিবাস, মাইক্রোস যোগেও উপজেলাগুলো থেকে নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয়। সকাল ১১ টার মধ্যে ঢাকা পৌঁছে রাজধানীর রাজপথ থেকে এক বিরাট মিছিল নিয়ে সমাবেশ অভিমুখে রওনা হয় জামায়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
তাদের স্বতঃস্ফূর্ত মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা সদরঘাট থেকে শুরু করে রাজপথের বিভিন্ন এলাকা।
জেলা জামায়াতের আমীর মো. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের নেতৃত্বে চাঁদপুরের মিছিলটি সময়মত সমাবেশস্থলে সমবেত হয়।
চাঁদপুর শহর জামাতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে শুক্রবার রাতে এবং আজ শনিবার সকালে তিনটি লঞ্চ ও মতলব দক্ষিণ লঞ্চঘাট থেকে দুটি লঞ্চে কচুয়া ও মতলব দু উপজেলার নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে গিয়েছে।
তিনি বলেন, জেলার ৮ উপজেলার নেতাকর্মীদের সুবিধার্থে যানবাহন ঠিক করা হয়েছে। এদিকে শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মিছিলে ‘সমাবেশ সফল’ হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। মেট্রোরেলেও জামায়াতের নেতাকর্মীদের ভিড় রয়েছে।
এই সমাবেশে জামায়াতের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্যে সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান উল্লেখযোগ্য।