বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২২:২০

ফরিদগঞ্জের মিরপুরে আগুনের নিঃস্ব আইয়ুব মোল্লার পাশে দাঁড়ালেন এলাকাবাসী

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জের মিরপুরে আগুনের নিঃস্ব আইয়ুব মোল্লার পাশে দাঁড়ালেন এলাকাবাসী

দুর্বিষহ স্মৃতি হয়েছে তার জীবনে--তিল তিল করে গড়ে তোলা তার ছোট্ট আশ্রয়স্থল মুহূর্তের মধ্যেই হয়ে যায় শেষ।

তার হৃদয়ে যেনো হাহাকারের বাতি জ্বলে! সেই হাহাকার এবং দাউ দাউ আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যা দেখে হৃদয় ছুঁয়েছে ফরিদগঞ্জবাসীর। হৃদয়বান মানুষেরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। মানুষটির ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন ফরিদগঞ্জের বেশ কয়েকজন মানবতার ফেরিওয়ালা।

আইয়ুব মোল্লার ঘর নির্মাণের দায়িত্ব নেয়া লোকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন : বিশিষ্ট ব্যাংকার ও পৌর বিএনপির সাবেক সদস্য ও জয়নাল চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান রুবেল, বিশিষ্ট সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক আহসান হাবিব, সৌদি আরব প্রবাসী চৌমুখা গ্রামের কৃতী সন্তান মো. মনির হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব।

বুধবার (২ জুলাই ২০২৫) ক্ষতিগ্রস্ত আইয়ুব মোল্লার বাড়িতে গিয়ে উৎসুক জনতার উপস্থিতিতে ঘর নির্মাণের কথা দিয়ে আসেন ইকবাল পাটোয়ারী ও আনোয়ার হোসেন সজিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, পৌর তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাছুম ঢালী, ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হোসেন, শফিক মোল্লা, আব্দুল মালেক ছৈয়াল, আলো মিজি, মহিন মোল্লা প্রমুখ।

এ বিষয়ে আইয়ুব মোল্লা জানান, আমার ঘর নির্মাণ করার আশ্বাস পেয়েছি, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে থাকবো।

উল্লেখ্য, গত ১ জুলাই ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড মিরপুর ছৈয়াল বাড়ির দিনমজুর আইয়ুব মোল্লার ঘরে আগুন লেগে তার চৌচালা ঘর, আসবাবপত্র, কাপড় চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব পুড়ে যায়। ঘটনার সময় পরিবারের কেউ ঘরে না থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সব পুড়ে যায়।

স্থানীয়রা জানান, পরিবারটি খুবই অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল। আগুনে সব পুড়ে এখন চরম দুর্দশায় পড়েছে তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়