প্রকাশ : ১৬ মে ২০২৫, ১৮:১৪
আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি পর্তুগালের সভাপতি হলেন মতলব উত্তরের ডালটন জহির

মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশের পর্যটন ও হস্পিটালিটি সেক্টরের পরিচিত মুখ জহিরুল ইসলাম (ডালটন জহির) আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির ২০২৫-২০২৮ মেয়াদের জন্যে পর্তুগালের সভাপতি এবং ইউরোপের প্রধান নির্বাচিত হয়েছেন।
দ্যা ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ভিলমা ডি. সি. মেন্ডোজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মিস ভিলমা আশা প্রকাশ করেন যে, ডালটন আন্তর্জাতিক ইকোট্যুরিজম সমাজের জন্যে ব্র্যান্ডিং এবং আগামী তিন বছর ধরে আরো উন্নয়নের সাথে সংযোগ স্থাপনে যথাসাধ্য চেষ্টা করবেন।
ডালটন জহির ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের সাথে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে পরিচিত করার জন্যে 'ওয়েলকাম বাংলাদেশ' ব্র্যান্ডিং করে যাচ্ছেন। জহির ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটি (২০২৩-২০২৫)-এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পর্যটন সেক্টরে প্রতিনিধিত্ব করছেন। এই শিল্পে বিশেষ অবদানের জন্যে তিনি জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রশংসিত হয়েছেন।
মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের কৃতী সন্তান ডালটন জহিরের শিক্ষা জীবনে পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি হয়। এরপর তিনি জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাকালে তিনি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায়ও তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এফবিসিসিআইয়ের সদস্য, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির এই সদস্য হস্পিটালিটি, পর্যটন, জনসংযোগ, গণমাধ্যম, ব্র্যান্ডিং, বিক্রয়, বিপণন ও পরিচালনায় কাজ করে চলেছেন। তিনি ভারতের সর্ববৃহৎ ইভেন্ট ট্র্যাভেল ট্যুরিজম ফেয়ার, আইটিবি বার্লিন (জার্মানির বৃহত্তম ভ্রমণ মেলা), ডব্লিউটিএম লন্ডন ( বিশ্ব পর্যটন মেলা, যুক্তরাজ্য) এবং মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের ফটো প্রতিযোগিতার মতো বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেন।