প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৮:৪০
দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর
মতলব হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর মতলবগঞ্জ সরকারি জে.বি. পাইলট হাই স্কুলের ফলদ বৃক্ষ কেটে জায়গা দখলের চেষ্টার অভিযোগের ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)-এর বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্যে বলা হয়েছে। রোববার (৪ মে ২০২৫) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি মো. আমজাদ হোসেন এ তদন্ত কমিটি গঠন করেন। তিন সদস্যের তদন্ত কমিটিতে সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীকে আহ্বায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটওয়ারী ও উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসানকে সদস্য রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৩ মে ২০২৫) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৫ শতাংশ জায়গা দখল চেষ্টায় ফলদ বাগানের বিভিন্ন প্রজাতির ৩০টি ফল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জনৈক নেয়ামত উল্লাহর তদারকিতে ৪/৫জন শ্রমিকের মাধ্যমে ওই বিদ্যালয়ের জায়গার আম, কাঁঠাল, জামরুল, লেবু গাছসহ প্রায় ৩০টি ফলদ বৃক্ষ কেটে ফেলে এবং ওই স্থানে গাছগুলো কেটে খণ্ড খণ্ড করে স্তূপ দিয়ে রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, বিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল-পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের পরামর্শে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।