প্রকাশ : ০৩ মে ২০২৫, ২১:৪৫
ডা. ইউসুফ আলীর প্রফেসর পদে পদোন্নতি

ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর চিকিৎসক, এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ডা. ইউসুফ আলী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি এ বিশ্ববিদ্যালয়ের স্পাইন এন্ড অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
|আরো খবর
ইউসুফ আলী স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে তৎকালীন পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে সবশেষে অধ্যাপক হলেন।
তিনি আমেরিকা থেকে অর্থোপেডিকস-এ এমএস, ওয়াশিংটন থেকে ফেলো স্পাইনাল সার্জারী, অস্ট্রেলিয়া থেকে এপিএস স্পাইন ফেলো, ইউনাইটেড কিংডম থেকে এন স্পাইন কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি জাপান এবং তাইওয়ান থেকে দু দফায় ফেলো স্পাইন সার্জারি এবং ভারতের মাদ্রাজ থেকে অ্যাপোলো স্পাইন ফেলো করেছেন। ফ্রান্স থেকে উচ্চতর এমআইএসএস, মালয়েশিয়া থেকে এ ও স্পাইন বেসিক, এডভান্স ও মাস্টার্স করেন।উল্লেখ্য, ইউসুফ আলী ফরিদগঞ্জের ১০নং গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানে রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, রামপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী, চাঁদপুর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। প্রিয় মাতৃভূমির টানে তিনি প্রতি সপ্তাহে শুক্রবার চাঁদপুর শহরের চক্ষু হাসপাতালের সামনে অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারীর বিল্ডিংয়ের ২য় তলায় আয়েশা মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগী দেখেন।