শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১৯:১১

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষার কাজে ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক টিম

স্টাফ রিপোর্টার
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষার কাজে  ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক টিম

মতলব উত্তরের পশ্চিম পাশ ঘেঁষে মেঘনা নদীর পাড় দিয়ে বয়ে যাওয়া বেরিবাঁধ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এ বেড়িবাঁধ ভেঙ্গে গেলে হাজার হাজার মানুষের জান মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাজার হাজার হেক্টর জমির ফসল গবাদি পশু ও বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ঝুঁকি থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক টিম স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে।আমরা সবাই তাদের পাশে দাঁড়াই তাদেরকে সহযোগিতা করি। আমরাও নিজেকে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করি। সকলের প্রচেষ্টার কারণে আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে হয়তো রক্ষা করতে পারেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ও সেক্রেটারি ডালিম চৌধুরী নেতৃত্বে কাজটি চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়