শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৩

শ্রীনগরে ইলিশের ভরা মৌসুমেও আকাশচুম্বি দাম, বিপাকে সাধারণ ক্রেতা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ইলিশের ভরা মৌসুমেও আকাশচুম্বি দাম, বিপাকে সাধারণ ক্রেতা

মুন্সিগঞ্জের শ্রীনগরে এখন ইলিশের ভরা মৌসুম। তবে বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ থাকলেও দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ।

ইলিশ বিক্রেতা ভব দাস বলেন,

“আড়ত থেকে অনেক বেশি দামে মাছ কিনতে হয়। তাই আমরাও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করি।”

আকারভেদে বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০, ৮০০, ১২০০, ১৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকায়।

ক্রেতা জয়নাল আবেদীন সিকদার ২০০০ টাকা কেজি দরে ইলিশ কিনে ক্ষোভ প্রকাশ করেন।

“বাড়িতে মেহমান এসেছে, তাই বাধ্য হয়ে ইলিশ কিনতে হলো। মৌসুম থাকা সত্ত্বেও দাম অস্বাভাবিকভাবে বেশি।”

IMG-20250910-WA0067

রিকশাচালক ইলিয়াস বাজারে এসেও মাছ কিনতে না পেরে খালি হাতে বাড়ি ফেরেন।

“আমাদের মতো মানুষের পক্ষে এ দামে ইলিশ কেনা সম্ভব নয়।”

স্থানীয় গৃহিণী রোকেয়া বেগম বলেন,

“চাষের মাছ উৎপাদনে কৃষকদের অনেক খরচ ও শ্রম দিতে হয়, অথচ সেসব মাছ তুলনামূলক সস্তা। কিন্তু নদীর সুস্বাদু ইলিশের দাম আকাশচুম্বি। যদি চাষের মাছ ও নদীর মাছের দামে ভারসাম্য থাকতো, তবে নিম্ন আয়ের মানুষও ইলিশ খাওয়ার সুযোগ পেত।”

বাজারে সরবরাহ থাকলেও দাম নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ মানুষ হতাশ। তাদের আশা, সরকার যদি কার্যকর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয় তবে ইলিশ আবার সবার নাগালে আসবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়