শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ২১:৩৫

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে।

রোববার ১৮ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের সামনে ও গোয়ালভাওর বাজারে বিক্ষোভ মিছিল হয়। পরে ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত জনতা বলেন, অবৈধ ভোটে নির্বাচিত হওয়া চেয়ারম্যান আলাউদ্দিন সাধারণ মানুষদের মিথ্যা মামলায় হয়রানি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করেছে। চেয়ারম্যান আলাউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্র-জনতা।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সামিয়া মুনতাহা, তাবাচ্ছুম, হাজেরা আক্তার, নাদিয়া, জামিল হোসেন, স্থানীয় জনতার পক্ষে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুর হোসেন, সোহেল বেপারী প্রমুখ।

এদিকে চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহমেদ আত্মগোপনে থাকায় ও তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়