বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মে ২০২৪, ২০:০৬

ফরিদগঞ্জের বিষকাটালিতে ব্যবসায়ীর উপর হামলা

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জের বিষকাটালিতে ব্যবসায়ীর উপর হামলা

ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি গ্রামে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে ৩ মে শুক্রবার জুমার নামাজের পরে।

জানাযায়, ব্যবসায়ী সিরাজুল ইসলামের সাথে পাশের গ্রামের চরঃদুখিয়া গ্রামের আবুল খায়ের বেপারীর সাথে বিরোধ হয়।এ বিরোধকে কেন্দ্র করে আবুল কালামের নেতৃত্বে অনিক বেপারি, রুবেল বেপারী ও আবুল কালাম মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলাম বেপারীর উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এসময় সিরাজুল ইসলামের সাথে থাকা তাঁর ব্যবসায়ীক কাজের ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাঁর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করে।এ ঘটনায় সিরাজুল ইসলাম উল্লেখিত তিন জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়