বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:৪২

মহামায়া বাজারে আগুন : ১০টি দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
মহামায়া বাজারে আগুন : ১০টি দোকান পুড়ে ছাই

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১১ জুলাই মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৮ থেকে ১০টি দোকান, গোডাউন মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

মহামায়া পূর্ব বাজারের মহামায়া থেকে মধুরোড যাওয়ার সড়কের পাশে টিন ও কাঠ দিয়ে নির্মিত দোকানগুলোতে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতি বিষয়ে ব্যবসায়ীরা পরে জানাবেন বলে জানিয়েছেন। চাঁদপুর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়