মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ মে ২০২৩, ১০:০০

চাঁদপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ পালিত

অনলাইন ডেস্ক
চাঁদপুরে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ পালিত

"সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা" এই প্রতিপাদ্য সামনে রেখে ২ মে মঙ্গলবার সকালে

সিভিল সার্জন কার্যালয়,চাঁদপুর সহ চাঁদপুর জেলার ৮ উপজেলায় একযোগে পালিত হয়েছে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩।

এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য সহকারিসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে র‌্যালীর নেতৃত্ব দেন ও সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং কেক কেটেন  জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন,

১৯৭১ সালের ২ মে কোলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।

মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শ্বরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২মে কে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” পালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়