মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ১৪:৫৫

মতলবে দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ইফতার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ইফতার

মতলব দক্ষিণে ধনারপাড় দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এতিমখানা কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ধনারপাড় দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সভাপতি অ্যাডভোকেট মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ মাধ্যমিক পরিষদের সাধারণ সম্পাদক ও আদর্শ স্কুল মতলবের সভাপতি মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ২নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব ডিগ্রি কলেজের প্রফেসর প্রফেসর মোঃ হাবিব খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাকির হোসেন, ঘিলাতলী ফজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ গোলাম মাওলা, ধনারপাড় দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান।

বক্তব্য রাখেন দারুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইয়াছিন হাজারী, আদর্শ স্কুল মতলবের প্রধান শিক্ষক মোঃ ছালেহ আহমেদ, আদর্শ স্কুল ধনারপাড়ের প্রধান শিক্ষক আবু আব্দুল্লাহ, দারুল ইসলাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজ সেবক হাবিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুপার মোঃ মোস্তফা মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোওয়াত করেন আদর্শ স্কুল ধনারপাড়ের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান।

পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার মুসুল্লীবৃন্দ, সুধীজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়