সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৮:১০

মতলব দক্ষিণে অজ্ঞাত মৃতদেহের পরিচয় মিলেছে

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে অজ্ঞাত মৃতদেহের পরিচয় মিলেছে

মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদার পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন পুরনো রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোঃ দেলোয়ার হোসেন (৪০)। পিবিআই এর একটি টীম অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছেন। সে নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষীপুর মুন্সীবাড়ীর জহুরুল ইসলামের ছেলে মোঃ দেলোয়ার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন- মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারী সকাল ৮ টায় মতলব গৌরীপুর পেন্নাই সড়কের পশ্চিম নাগদা বিদ্যুতের সাব সেন্টার সংলগ্ন পুরনো রাস্তার পাশে অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পরে দিনভর মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামসহ পিবিআই ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অজ্ঞাত ব্যক্তির পরিচয় ও লাশের বিভিন্ন বিষয়ে তদন্ত করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ ময়নাতদন্তের পর আঞ্জুমানে দাফন করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে। এ বিষয়ে পিবিআইসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়