সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩০

চাঁদপুর শহরে আবার দিনের বেলা চুরি!

অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরে আবার দিনের বেলা চুরি!

‘দাসদীতে দিনের বেলা ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি’ শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠে পলাশ দে একটি সংবাদ পরিবেশন করেছেন। তাতে তিনি লিখেছেন, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের দাসদী অভয় বাবুর দিঘির উত্তর পাড়ে মো. মিজান মালের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দৈনিক চাঁদপুর কণ্ঠকে ভুক্তভোগী মিজান মাল জানান, শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দুপুরের দিকে পরিবার নিয়ে আত্মীয়ের বিয়েতে যাই। তারপর সন্ধ্যায় বাড়িতে এসে দেখি, মূল দরজার তালা নেই, খোলা! তারপর ঘরে প্রবেশ করে দেখি, আলমিরা খোলা এবং আমার ও শ্যালিকার প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৪৫ ইঞ্চি এলইডি টিভি নিয়ে গেছে চোর। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরো জানান, এলাকায় এমন চুরির ঘটনা ঘটে যাবে তা ভাবতেই পারি নি। নিজের স্ত্রী, সন্তানের স্বর্ণ ছিলো ঠিক, কিন্তু আমার শ্যালিকার স্বর্ণগুলোর কী হবে বলে পাগলের ন্যায় কথা বলেন। এদিকে চুরি হবার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে মিজান মালের বাড়িতে এলাকার আশপাশের মানুষ ছুটে আসে চুরির আলামত দেখার জন্যে। এই চুরির ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কমিউনিটি পুলিশিংয়ের নৈশকালীন টহল কার্যক্রমের কারণে রাতের চাঁদপুর ক্রমশ নিরাপদ হতে থাকে। কিন্তু দিনের চাঁদপুর নানা কারণে অনিরাপদ হতে থাকে। সেজন্যে ব্যক্তিগত সন্তোষ প্রকাশ করতে গিয়ে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির এক সভায় চাঁদপুরের দশম পুলিশ সুপার মো. বখতিয়ার আলম (১.১.২০০২-২৬.১.২০০৪) বলেছেন, দিনের চাঁদপুরের চেয়ে রাতের চাঁদপুর অধিক নিরাপদ। দিনের বেলা ইভটিজিং, মাদক কারবারিদের তৎপরতা, সন্ত্রাস ওই পুলিশ সুপারের কর্মকালে বেশ বেড়ে গিয়েছিলো, যেটা নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। অথচ রাতের চাঁদপুর ছিলো শান্ত, নিরাপদ। সেজন্যে তিনি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে উজ্জীবিত করতে এমন কথা বলেছেন। তাঁর এ কথার সত্যতা এখনও বহাল আছে। মাঝেমধ্যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে চোর-ডাকাতরা রাতে তাদের অপারেশনে সফল হলেও পুলিশ তাদের ধরে ফেলায় এখনও রাতের চাঁদপুরের নিরাপত্তা অনেকটা অটুট আছে। শহরবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারছে। তবে দিনের চাঁদপুরের নিরাপত্তা মাঝেমধ্যে বারবার ক্ষুণ্ন হয়েছে ভোরবেলা ও সকালের এবং দিনদুপুরের কিছু অভিনব ছিনতাই ও তালাবদ্ধ বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায়। সেটাও পুলিশ ধরপাকড় ও কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ ৫ আগস্ট ২০২৪-এর পূর্বাপর বেড়ে যাওয়া কিশোর গ্যাংয়ের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসীকে বর্তমান পুলিশ সুপার ও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা মোটামুটি স্বস্তি দিয়েছে। সম্প্রতি এ স্বস্তিটা স্থিতিশীল রূপ ধারণ করে। এরই মধ্যে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) চাঁদপুর শহরের পূর্ব-উত্তর অংশে দাসদীতে মিজান মালের ঘরে দিনের বেলা চোরের হানায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও এলইডি টিভি চুরির ঘটনায় শহরবাসীর মাঝে নূতন করে অস্বস্তি ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এটা অবশ্যই উদ্বেগের। কেননা দিনের চোরদের ধরা অনেক চ্যালেঞ্জিং বিষয়। দেখার বিষয়, পুলিশ এ ক্ষেত্রে সাফল্যের দেখা পায় কিনা। আমাদের বিশ্বাস, সাম্প্রতিক সময়ে জেলা পুলিশে মেধাবী, চৌকষ ও অভিজ্ঞতাসম্পন্ন কিছু কর্মকর্তার সংযোজনে একের পর এক বিভিন্ন মামলার তদন্তে সাফল্য করায়ত্ত হয়েছে, তাতে দিনের চুরি রোধেও সাফল্য ধরা দেবে ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়