সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ২১:৫৮

মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সমাবেশ

জি এম আবদুল কাদির
মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সমাবেশ
মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাত। ছবি : জিএম আব্দুল কাদির।

‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এ শ্লোগানকে ধারণ করে মতলব পৌরসভাস্থ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা গত ৫ জুলাই বিকেল ৫টায় মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এসআই ফিরোজ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং এবং সমাজে অপরাধমূলক কাজের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মতলব দক্ষিন থানা তদন্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, মুন্সির হাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, মোঃ আব্দুস শুক্কুর মাস্টার, মোঃ মফিজুল ইসলাম মিয়াজী, মোঃ খোকন হাজরা, কোরআন তেলাওয়াত করেন মোঃ জিশান আহম্মদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়