সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৮:১৬

মৌলভীবাজার-৪ আাসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার-৪ আাসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা। রোববার (৯ নভেম্বর ২০২৫) রাতে শহরের রিজিক রেস্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদ।

হারুনুর রশিদ বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। মানুষের আশার প্রতিফলন ঘটাতে আমরা কাজ করে যাবো। তিনি বলেন, মৌলভীবাজার-৪ আসন থেকে তিনি নির্বাচন করতে চান। নির্বাচনে বিজয়ী হলে তিনি এই এলাকার বিশেষ করে চা শ্রমিক ও চা শিল্পের উন্নয়নে কাজ করবেন। সমাজ থেকে মাদককে চিরতরে দূর করতেও তিনি কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অপু রায়হান, গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন।

সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে প্রার্থিতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় স্থানীয় সাংবাদিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়