সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৮:৫৭

সোভানপুরে গৃহবধূর আত্মহত্যা

সোহাঈদ খান জিয়া।।
সোভানপুরে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোভানপুর গ্রামে অভিমান করে ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে।

জানা যায়, সোভানপুর গ্রামের হাছানের স্ত্রী, তিন সন্তানের জননী গৃহবধূ ফাতেমা বেগম ভাইদের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।

সোমবার পোস্টমর্টেম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। রাতেই তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী হাছান বলেন, আমার স্ত্রীর সাথে আমার ও আমার পরিবারসহ কারো কোনো ঝগড়াঝাটি হয়নি। আমার বাড়ি থেকে রোববার (৯ নভেম্বর ২০২৫) কে জানি ফোন করে বলেছেন, আমরা স্বামী-স্ত্রী ঝগড়া করেছি। এ কথা শুনে শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে জানতে পারে এখানে কোনো ঝগড়াঝাটি হয়নি। কে মিথ্যা কথা বলেছে তার নাম জানা নিয়ে ফাতেমার সাথে তার ভাইদের কথা হয়। তারা নাম না বলায় সে এ মুখ কাউকে আর দেখাবে না বলে আত্মহত্যা করবে বলে ভাইদের জানায়। এরপর সোমবার সকালে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

উল্লেখ্য, গৃহবধূ ফাতেমা তিন সন্তানের জননী। তার ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়