সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:২৩

রায়পুরে ইটভাটার ম্যানেজারকে বৈষম্যবিরোধী নেতার হুমকি, কল রেকর্ড ফাঁস

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে ইটভাটার ম্যানেজারকে বৈষম্যবিরোধী নেতার হুমকি, কল রেকর্ড ফাঁস
ছবি- রায়পুরের সাবেক ইউএনওর সাথে দাঁড়িয়ে থাকা অভিযুক্ত সাব্বির হোসেন।

লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতা এক ইটভাটার ম্যানেজারকে হুমকিডিসি অফিস হয়ে ভাটায় যাওয়ার ভয় দেখার অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) সাব্বির হোসেন নামে ওই ছাত্রনেতার পৃথক কলরেকর্ড ফাঁস হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

দুটি এক মিনিট ১৭ ও এক মিনিট ৪৩ সেকেন্ডের ফোনালাপে ওই ছাত্রনেতা মন্তাজ ব্রিকসের তৈয়ব হোসেন নামে এক ম্যানেজারকে হুমকি, না দেখা করলে ডিসি অফিস হয়ে ভাটায় যাওয়ার কথা বলতে শোনা যায়। অভিযুক্ত সাব্বির হোসেন বর্তমানে কোনো জেলা বা উপজেলা কমিটির সদস্য নন।

অন্যদিকে মন্তাজ ব্রিকসের মালিক মন্তাজ মিয়া একজন ব্যবসায়ী এবং তার ম্যানেজার তৈয়ব হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকায় ইটভাটার ব্যবসা করছেন।

ফোনালাপে মো. সাব্বিরকে বলতে শোনা যায়— ‘আপনার ইটভাটা অবৈধ। আমাদের কাছে অভিযোগ এসেছে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। শনিবার আপনি দেখা করবেন, না হলে ডিসি অফিস হয়ে ইটভাটায় যাওয়া হবে।’

ভুক্তভোগী ম্যানেজার তৈয়ব বলেন— ‘আমাদের ইটভাটা অবৈধ বলা হচ্ছে, ক্ষতি করবে বলে হুমকি দিয়েছে। বিষয়টি প্রশাসনসাংবাদিকদের জানিয়েছি।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বলেন— ‘ফোনকলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়