প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
রামগঞ্জে ২য় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

সারাদেশের মতো তিন দফা দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে।
|আরো খবর
জানা গেছে, উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা শহীদ মিনারে অবস্থান করছেন। কিছু শিক্ষক এলাকায় রয়ে গেলেও তারা বিদ্যালয়ে গিয়ে দাবি আদায়ের প্রতি সমর্থন জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৮ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
এ প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার জানান,শিক্ষকরা ১০ম গ্রেড, ১০ বছর ও ১৬ বছর অন্তর টাইমস্কেল প্রদান ও শতভাগ পদোন্নতির দাবিতে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছেন। তাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক। কারণ, একই যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে দশম গ্রেডে চাকরি করছে, আর তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই পদে থেকে কোনো প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করছেন। তাই আমি মনে করি, তাদের দাবিটা যুক্তিযুক্ত।







