মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুন ২০২২, ১৪:০২

কোরবানি পশু ক্রয়-বিক্রির জন্য প্রস্তত বাকিলা বাজার

কোরবানি পশু ক্রয়-বিক্রির জন্য প্রস্তত বাকিলা বাজার
কামরুজ্জামান টুটুল

গরুর বাজার হিসেব খ্যাত বাকিলা গরুর বাজার কোরবানি পশু ক্রয়-বিক্রির জন্য প্রস্তত করা হয়েছে। ইতিমধ্যে বাঁশ দিয়ে আঁড় (গরু বাঁধার স্থান) তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে।

কাঁদা না জমার জন্য বালি ও ইটের গুড়া ফেলে উচা করা হয়েছে। গরুর পাশাপাশি ছাগল খাসির জন্য আলাদা স্থান প্রস্তত করা হয়েছে। ক্রেতা-বিক্রেতার চলাচল নিশ্চিত ও নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

এবারে বেপারীর গরু ছাড়া ও গৃহস্তের পালা গরুর প্রচুর আমদানি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অন্য বারের ছেয়ে এবারে হাসিল কম ধার্য্য করা হয়েছে বলে চাঁদপুর কন্ঠকে জানিয়েছেন বাজার ইজারাদার।

বুধবার সরজমিনে দেখা যায়, বাকিলা পূর্ব বাজারে ঐতিহ্যবাহী গরুর বাজারকে কোরবানি ঈদ উপলক্ষে সাজানো শুরু হয়েছে। বাজারকে পরিস্কার পরিছন্ন রাখতে লোকবল কাজ করছে। গৃহস্থ বা বেপারি গরু ক্রয়-বিক্রি করতে যেন স্বাচ্ছন্দ বোধ করে, সেজন্য নেয়া হয়েছে ব্যবস্থা। স্থায়ী হাসিল ঘরগুলোকে মেরামত করা হয়েছে। প্রস্তত রাখা হয়ে অস্থায়ী হাসিল ঘর।

ছাগলের জন্য আলাদা স্থান নির্ধারন করে বাজারকে সাজানো হয়েছে। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কোল ঘেঁষে বাজারের অবস্থান হওয়ার কারনে যান চলাচল স্বাভাবিক রাখতে আলাদা ভলণ্টিয়ার প্রস্তত রাখা হয়েছে।

এ বিষয়ে বাজার ইজারাদার অমল ধর জানান, বাজারে আসা ক্রেতা বিক্রেতার টাকা পয়সার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্মী রাখা আছে। অন্যবারের ছেয়ে এবারে হাসিল কম ধরা হয়েছে ও বিশেষ ক্ষেত্রে হাসিল ছাড় রাখার নিয়ম করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়