সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৪:০৬

রামচন্দ্রপুরে নারীর উপর হামলা

অনলাইন ডেস্ক
রামচন্দ্রপুরে নারীর উপর হামলা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চৌকিদার বাড়িতে মরিয়ম বেগম (৩০) নামে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ সকালে এ হামলার ঘটনা ঘটে। এনিয়ে ৩ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মরিয়ম বেগম জানান, তার ছেলে রাসেল( ৯) বছর তার দাদার জায়গায় খেলা করতে যায়।

হঠাৎ তার দাদার বড় ভাই মোঃ আব্দুর রহিম এসে বলেন তার কলা গাছ রাসেল নষ্ট করে ফেলেছে। এ নিয়ে আব্দুর রহিম শিশু রাসেলকে মারধর করে। রাসেলের মা জিজ্ঞেস করতে গেলে আব্দুর রহিম মোল্লা, নুরজাহান ও বিলকিস মিলে রাসেলের মা মরিয়ম বেগমকে বেধরক মারধর করে এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল চিনিয়ে নেয়। পরে তার আত্মীয় এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করে। হামলার ঘটনায় মরিয়ম বেগম ঐদিন চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়