প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭:১৯
রূপালি ইলিশের কাছে ৮ উইকেটে হেরেছে ফ্রাইডে ক্রিকেট

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে রূপালি ইলিশ ক্রীড়া চক্রের কাছে ৮ উইকেটে হেরেছে ফ্রাইডে ক্রিকেট দল।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে খেলায় অংশ নেয় রূপালি ইলিশ ক্রীড়া চক্র ও ফ্রাইডে ক্রিকেট দল। স্যাটারডে ক্রিকেট ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপালি ইলিশ দল।
প্রথমে ব্যাট করে ফ্রাইডে ক্রিকেট নির্ধারিত ২০ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। ব্যাট হাতে দলের পক্ষে রকিবুল ৫৫, আমিনুল ৪৮ ও লিও ২৭ রান করেন।
রূপালি ইলিশের পক্ষে বল হাতে শাকিল ৩ উইকেট নেন।
রূপালি ইলিশ ক্রীড়া চক্র ২০৭ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। দলটি মাত্র ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের পক্ষে সেবক ৯৫ রান করেন। এছাড়া শিবু ও বাবুল হাফ সেঞ্চুরি করেন। ম্যাচে রূপালি ইলিশের অধিনায়কত্ব করেন রুমন খান। ম্যাচ সেরা হন রূপালি ইলিশ ক্রীড়া চক্রের সেবক।
দু দলে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন-- রূপালি ইলিশ ক্রীড়া চক্র : রুমন খান (অধিনায়ক), শোভন, রবিন, বাবুল, শাকিল, সেবক, জাকারিয়া, শিবু, সাইফুল, শাহ আলম, শিপন। সুপার সাব : সুমন, কাকন।
ফ্রাইডে ক্রিকেট : কামরুল ইসলাম, ইমন সরকার, জুলফিকার আলী ভুট্টো, রকিবুল হাসান, আবু নাছের, সোহাগ খান, লিও, আমিনুল ইসলাম, সৈয়দ জামাল, জামাল হোসেন ও হাসান।