প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬
২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

২২ সেপ্টেম্বর সোমবার চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে খেলবে ফরিদগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা।
|আরো খবর
রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে টুর্নামেন্ট উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, শাহারাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সংগঠক সালাউদ্দীনসহ অন্যরা।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে চাঁদপুরের ৮ উপজেলাকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ‘খ’ গ্রুপে চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা।