প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৬
প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্

সৌদি আরব প্রতিনিধি ৷। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) শুরু হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট। এবারের এ টুর্নামেন্টে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করলো চাঁদপুর সুলতানস্।
এ উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হোসেনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিমের উপদেষ্টা ব্যবসায়ী তাজুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সুলতানস্-এর সভাপতি শরিফ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হৃদয় ও মো. সোহেল। এ ছাড়া
প্রবাসী চাঁদপুরের সামাজিক, ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে চাঁদপুর সুলতানস্-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ এবং চাঁদপুর ট্রিবিউন।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসকারী তরুণদের খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখা সম্ভব। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আগামী ম্যাচের পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সবাই আশা প্রকাশ করেন চাঁদপুর সুলতানস্ প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করবে।
২১ সেপ্টেম্বর বরিশাল বাদশা টিমের সাথে খেলার মধ্য দিয়ে শুরু হবে চাঁদপুর সুলতানস্-এর প্রথম ম্যাচ।