প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২২:১১
চট্টগ্রাম রিজিওনাল টি-২০ টুর্নামেন্টে ফরিদগঞ্জের সাদ্দামের বাজিমাত

চট্টগ্রামে শুরু হওয়া রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে এবি ব্যাংক চাঁদপুর জেলা দল। শনিবার (৩০ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় তারা রাঙ্গামাটি জেলা দলকে বিপুল ব্যবধানে ৯৭ রানে হারিয়ে শুভ সূচনা করে।
|আরো খবর
চাঁদপুর জেলা দলের অধিনায়ক ফরিদগঞ্জের কৃতী সন্তান সাদ্দাম হোসেন ব্যাট ও বল দুটোতেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ব্যাট হাতে ৪৭ রানের ইনিংস খেলেন এবং বল হাতে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। তার এই সর্বাঙ্গীণ নৈপুণ্যের জন্যে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন তিনি।
দলের এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। অধিনায়ক সাদ্দাম হোসেনকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঝড় বইছে।
প্রথম ম্যাচে এমন দাপুটে জয়ের ফলে এবি ব্যাংক চাঁদপুর জেলা দল টুর্নামেন্টে শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী ম্যাচগুলোতেও দলকে এগিয়ে নিতে নেতৃত্বের পাশাপাশি ব্যাট-বলে সমান অবদান রাখবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।