শুক্রবার, ১৬ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ মে ২০২৫, ২০:২৪

চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট ট্যালেন্ট হান্ট

বাদল মজুমদার
চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট ট্যালেন্ট হান্ট
চাঁদপুর জেলা শিক্ষা অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ক্রিকেট প্রতিভা বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

প্রতিভাবান খুদে ক্রিকেটারের সন্ধানে চাঁদপুরে ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২য় পর্ব ২০২৫ সম্পন্ন হয়েছে।

১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত জেলা শিক্ষা অফিস ও চাঁদপুর ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড ঢাকা এই আয়োজন করেছে। চাঁদপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল ও কলেজে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে ব্যাটসম্যান, বোলার ও উইকেট কিপার জেলা লেভেল বাছাই কার্যক্রম ২য় পর্ব-২০২৫ চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বুধ ও বৃহস্পতিবার

(১৪ ও ১৫ মে ২০২৫) দুদিন স্কুল পর্যায়ে বাছাই পর্ব সম্পন্ন হয়। ১৫শ' স্কুল পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আজ শুক্রবার (১৬ মে ২০২৫) কলেজ পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ বলেন, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বাছাইশেষে বাছাইকৃতদের অঞ্চলে পাঠানো হবে। অঞ্চলে বাছাই শেষে বিভাগীয় পর্যায়ে যাবে। সেখানে চূড়ান্ত বাছাই হলে ঢাকা নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্যে সুযোগ দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়