শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০:২৮

চাঁদপুর স্টেডিয়ামে প্রীতি ম্যাচে খেলবে চাঁদপুর ও মিরপুর সোনালী অতীত ক্লাব

আজ চাঁদপুরে আসছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল

অনলাইন ডেস্ক
আজ চাঁদপুরে আসছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল

আজ মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাবেক তারকা ফুটবলারদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল ৩টায় ম্যাচে অংশ নেবেন চাঁদপুর সোনালী অতীত ক্লাব ও ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা। এই প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোহাম্মদ আমিনুল হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর সোনালী ক্লাব সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাবের হয়ে আলফাজ, জাকির, আমিনুল হক সহ জাতীয় দলের অনেক ফুটবলার আজকের প্রীতি ফুটবল ম্যাচে খেলবেন। চাঁদপুরের দলটিও প্রীতি ম্যাচ উপলক্ষে গত কয়েকদিন ধরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে খেলা চাঁদপুরের সাবেক ফুটবলররা এই ম্যাচে অংশ নেবেন। গতকাল সোমবার চাঁদপুর স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাবের অনুশীলন চলাকালে খোঁজ খবর নিয়ে জানা গেছে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতির সার্বিক সহযোগিতায় সকল কিছুর আয়োজন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়