শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১২:২৬

হাত মেলায়নি অস্ট্রেলিয়া, দূর থেকে হাততালি

অনলাইন ডেস্ক
হাত মেলায়নি অস্ট্রেলিয়া, দূর থেকে হাততালি

পাঁচ ম্যাচের প্রথম টি-টুয়েন্টে ম্যাচে টাইগারদের কাছে অজিদের হার। ম্যাচে শেষে জয়ী, পরাজিত দল হাত মেলানোর সৌহার্দপূর্ণ সংস্কৃতিটা দীর্ঘ দিনের হলেও গত ম্যাচে বাংলাদেশের সাথে হাত মেলায়নি অস্ট্রেলিয়া। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিধান হিসেবে ম্যাচ শেষে হাত মেলাবেন না দুদলের খেলোয়াড়রা- এটা জানাই ছিল। তবে হাত না মেলালেও বাংলাদেশের দুর্দান্ত পারফর্মেন্সের জন্য হাততালি দিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে টাইগাররা যখন উৎসব করতে করতে মাঠ থেকে ফিরছিলেন সাজঘরের দিকে, তখন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলের সাজঘরের কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দিয়েছেন। এই দৃশ্য মন কেড়েছে ক্রিকেটপ্রেমিদের। আর সেই হাত তালিকে পুঁজি করেই আজ (৪ আগস্ট) আবারো মাঠে নামবে অস্ট্রেলিয়া বাংলাদেশ।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। জি টিভি ও টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়