রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ১৪:১২

শুরুতেই ব্যাটিংয়ে তামিমের দল

অনলাইন ডেস্ক
শুরুতেই ব্যাটিংয়ে তামিমের দল

একমাত্র টেস্ট শেষে এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ (বুধবার) খেলতে নেমেছে টাইগাররা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক তামিম ইকবাল।

নিউ নরমালে কোন সিরিজ বা টুর্নামেন্ট চললে জৈব সুরক্ষা বলয়ে আটকে থাকতে হয় দলগুলোকে। এজন্য বিশ্রামের খুব বেশি সুযোগ নেই। প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে পূর্ণাঙ্গ সিরিজের সূচি রয়েছে বাংলাদেশের। সাদা পোশাকের লড়াই শেষ হতেই এবার ওয়ানডের মিশন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মাত্র দুদিন অনুশীলনের সুযোগ পেরেছেন সফরকারী ক্রিকেটাররা। নিজেদের ঝালিয়ে নিতে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে একমাত্র টেস্টে খেলতে না পারলেও ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলার আগে প্রস্তুতি ম্যাচটিতে মনোযোগ তামিমের।

রান খরায় ভোগা সাকিব আল হাসানের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। একমাত্র প্রস্তুতি ম্যাচটি হচ্ছে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, চিভাঙ্গা, কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, মারুমা, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুতুম্বামি, ভিক্টর নিয়াউচি ও ডিওন মায়ার্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়